সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট: September 20, 2021 |
print news

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে গৃহবধূ চামেলী খাতুনের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। কাজীপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহবধূ চামেলীর সাথে প্রায়ই ঝগড়া ও মাঝে মধ্যেই মারধর করতো স্বামী উজ্জ্বল। শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাতে গ্যাস ট্যাবলেট সেবন করে ওই গৃহবধূ। তার পেটে ব্যথা শুরু হলে প্রতিবেশীদের গ্যাস ট্যাবলেট সেবনের বিষয়টি জানায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।

পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ন্ছো মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর