রামপুরায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার , স্বামী পলাতক

আপডেট: September 23, 2021 |
print news

রাজধানীর রামপুরায় ভাড়া বাসা থেকে লামিয়া আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক আছেন তার স্বামী হৃদয় ফকির। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। যদিও সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের।

নিজেদের পছন্দ ও পরিবারের সম্মতি মিলিয়ে ঘর বেঁধেছিলেন লামিয়া আক্তার ও হৃদয় ফকির। অন্য আট-দশটা পরিবারের মতো টক-ঝাল সম্পর্কে তাদেরও কেটে গেছে, ছ’মাসের সংসার জীবন। যার ঝলমলে উপস্থিতি থাকতো টিকটক, লাইকির মতো অ্যাপসে।

সুখের উল্টোপিঠে থাকে দুঃখ। তেমনি আয়নার আনন্দ ছাপিয়ে ওঠে বাস্তবের বিরহ। রঙমিস্ত্রী স্বামীর আয়, সাংসারিক টানাপোড়নে রূপ নেয়। রাজধানীর রামপুরার বউবাজারের যে বাসায় সাবলেট থাকতেন, সেখানেই পাওয়া যায় লামিয়ার অর্ধগলিত মরদেহ। আর পলাতক হৃদয়।

দুই পরিবারই জানায়, দিন তিনেক ধরে কারো খোঁজ না পেয়ে পুলিশকে জানান। পরে তালা ভেঙে উদ্ধার করা হয় মরদেহ।

পুলিশ বলছে, নিহতের গায়ে আঘাতের চিহ্ন ছিল না। দরজাও বন্ধ ছিল ভেতর থেকে। বলেন, ঘটনা যাই ঘটুক, তদন্তে বেরিয়ে আসবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর