গরু চুরি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ৪৬ জনের

আপডেট: September 24, 2021 |
print news

গরু চুরিকে কেন্দ্র করে আফ্রিকার দেশ মাদাগাস্কারে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪৬ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এসময় পাল্টা হামলা চালায় স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে নিহত হয় অন্তত ৪৬ জন।

প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ব্যাপারে দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথাও জানিয়েছে কমিশন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর