বহুবার চেষ্টার পর ৫ কোটি জিতলেন তরুণী!

আপডেট: September 24, 2021 |
print news

চেষ্টা করলে কি না হয়? আপনি পুরো বছরের প্রতি সপ্তাহে চেষ্টার পরেও যদি কোন একটি কাজে সফলতা না আসে, তাহলে হয়তো হাল ছেড়ে দিবেন। কিন্তু হাল ছাড়েননি আমেরিকান এক তরুনী। টানা বায়ান্ন সপ্তাহ চেষ্টার পর পেলেন সফলতা।

লাগাতার একই নম্বরের লটারির টিকিট কাটতেন এক তরুণী। কিন্তু কোনও বারই পুরস্কার পেতেন না। অবশেষে পেলেন। তাও আবার ৫ কোটি টাকা।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মিশিগানে। তরুণীর নাম জানা যায়নি। শুধু জানা গিয়েছে তিনি ওকল্যান্ড কাউন্টির বাসিন্দা। মিশিগানলটারি.কম নামের একটি লটারি সংস্থা থেকে অনলাইনে টিকিট কিনতেন তিনি।

সংবাদমাধ্যমকে তরুণী বলেন, ‘এক বছর আগে থেকে প্রতি সপ্তাহে আমি টিকিট কিনি। প্রতি বার একই নম্বরের টিকিট কিনি। অনলাইনেই খেলা হয়। এই সপ্তাহে জ্যাকপটে আমার টিকিটের নম্বর দেখে প্রথমে বিশ্বাস করতে পারিনি। সঙ্গে সঙ্গে সংস্থায় ফোন করি। ওরা জানায়, আমি জ্যাকপট পেয়েছি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর