আয়রন ডোমের জন্য ইসরায়েলকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপডেট: September 24, 2021 |
print news

সম্প্রতি হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র এই আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে প্রতিহত করেছে। তারপর থেকে ইসরায়েলের মিসাইল ডোম সিস্টেম নিয়ে আলোচনা কম হয়নি। যুক্তরাষ্ট্র সেই সিস্টেমের জন্য এবার ১০০ কোটি টাকা দেবে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদে এ নিয়ে বিল পাস হয়ে গেছে। এবার তা সেনেটে পাস হওয়ার অপেক্ষায়।

হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং তার পক্ষে ৪২০টি, বিপক্ষে নয়টি ভোট পড়ে।

এ মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করতে যুক্তরাষ্ট্র আগেও ইসরায়েলকে সাহায্য করেছে। এই ব্যবস্থা যে খুবই কার্যকর তা প্রমাণিত হয়েছে। ইসরায়েলের দিকে আসা রকেট তা প্রতিহত করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, তিনি হাউসের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন।

বেনেট বলেন, ‘ইসরায়েলের মানুষ যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।’

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর