সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে বোমা হামলা : নিহত ৮
আপডেট: September 26, 2021
|

সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ হামলা আহত হয়েছেন আরও ৭ জন। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর এক বিবৃতিতে, জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের জানান, ওই হামলায় আরও ৭ জন আহত হয়েছেন।
দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের জানান, হামলাকারীদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্যালেস। বোমা হামলায় এক সেনা সদস্যসহ আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হামলার জন্য আল-শাবাব দায়ী। খবর আল জাজিরা