ক্রিকেটারদের পরিবারের জন্য পেনশন চালু করতে চান সৌরভ

আপডেট: September 27, 2021 |
print news

ভারতের অবসর নেয়া ক্রিকেটাররা আগ থেকেই পেনশন পেতেন। এবার অবসর নেওয়া ক্রিকেটারদের পরিবারের জন্য পেনশন চালুর ব্যবস্থা করতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী।

বিসিসিআইর সভাপতির পক্ষ থেকে এমন একটি প্রস্তাব আসতে পারে বলে জানান ভারতের সাবেক ওপেনার, কোচ এবং ক্রিকেটারদের প্রতিনিধি অংশুমান গায়কোয়াড়।

তিনি জানান, নতুন পেনশন প্রস্তাব আনতে পারে বোর্ড। এত দিন অবধি ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা পেনশন পেতেন। নতুন প্রস্তাবে ক্রিকেটারদের অবর্তমানে তার স্বামী বা স্ত্রীর জন্য পেনশনের ব্যবস্থা চালু করা হতে পারে।

গায়কোয়াড় বলেন, ‘শেষ বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। সৌরভ আশ্বস্ত করেছেন, আগামী বৈঠকে এই প্রস্তাব পেশ করবেন। এতদিন ২৫টি ম্যাচ খেলা ক্রিকেটাররা পেনশন পেতেন, সেটা কমে ১০টি ম্যাচ হতে পারে।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর