বিএনপিকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হয়নি: শিল্পমন্ত্রী

আপডেট: September 27, 2021 |
print news

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্যান্টনমেন্ট থেকে যে দলের শুরু। বিলুপ্ত হওয়ার পথে ছিল বিএনপি। তারা একটা কিলারদের দল, একটা হত্যাকারীদের দল। এদেরকে দেশে কোনো রাজনীতি করার সুযোগ দেওয়াই উচিত ছিল না। অনেক দলকে যেভাবে বাতিল করা হয়েছিল। এদেরকেউ সেভাবে বাতিল করা দরকার ছিল।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে জয় জয়বাংলা সংস্কৃতি ঐক্যজোট ও আওয়ামী শিল্পীগোষ্ঠী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে শিল্পমন্ত্রী বলেন, তারা বঙ্গবন্ধুর হত্যাকারী, তারা হত্যাকারীদের দল। এই মাহেন্দ্রক্ষণে জনগণের কাছে আবেদন করব, তাঁরা যেন তাদের প্রত্যাখ্যান করেন। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে চলে যাবে। বিএনপির নির্বাচনে যাওয়ার কোনো সাহস নেই।

এ সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে আমরা এই পর্যন্ত এসেছি বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতিসংঘে গিয়েছেন সারা বিশ্ব আজকে দেখছেন। তাঁর সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য আগ্রহ দেখাচ্ছেন। বাংলাদেশের যে উন্নয়ন তিনি করেছেন। তাঁদের কাছে এটা বিস্ময়।

জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সম্পাদক কাজী মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর