‘বদলা’ নিতে ফিরে এল হনুমান!

এক হনুমানের অত্যাচার থেকে বাঁচতে বন বিভাগে খবর দিয়েছিলেন ভারতের কর্নাটকের চিকমাগালুর জেলার কোট্টিহেগরা গ্রামের বাসিন্দারা। বন বিভাগ থেকে ধরেও নিয়ে যাওয়া হয়েছিল হনুমানটিকে। তবে ক’দিন পরে পুরনো রুপে আবারও গ্রামে ফিরে আসে সে। গ্রামবাসীর ধারণা, ধরিয়ে দেয়ার বদলা নিতেই ফিরে এসেছে সে।
কখনও বাড়ি থেকে খাবার চুরি, কখনও বাচ্চাদের হাত থেকে খাবার কেড়ে নেয়া, কখনও আবার গাছের ফল নষ্ট করা। দীর্ঘ দিন ধরে এক হনুমানের এই ধরনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছিলেন কোট্টিহেগরা গ্রামের বাসিন্দারা।
অত্যাচার থেকে মুক্তি পেতে শেষমেশ বন দফতরকে খবর দিয়েছিলেন তারা।
এসময় ফাঁদ পেতে ধরার চেষ্টা করা হলে, হনুমানটি এলাকার জগদীশ নামের এক অটোচালকের ওপর হামলা করে। জগদীশের হাতে কামড়েও দেয় সে।
হনুমানটি এক রকম পেছনেই পড়ে যায় তার। এক পর্যায়ে তাড়াও করে।
পরে অটোচালকদের সহযোগিতায় হনুমানটিকে ধরে বন বিভাগ। এতেই বোধয় রাগ হয়েছিল সে।
১৬ সেপ্টেম্বরের এই ঘটনার পর, বন বিভাগ হনুমানটিকে প্রায় ২২ কিলোমিটার দূরের একটি জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল। কিন্তু কিছুদিন যেতেই আবারও তার আনাগোনা দেখা যায় গ্রামে।
শুধু তাই নয়, সেই অটোচালক জগদীশের ওপরেই আবার চড়াও হয় সে। এতে গ্রামবাসীরা ধরেই নিয়েছেন, বদলা নিতে ফেরত এসেছে হনুমান।
এঘটনার পর থেকে ভয়ে আর ঘর থেকে বের হননি জগদীশ।
তার অনুরোধে আবারও বন বিভাগে খবর দেয়া হয়। এবারে হনুমানটিকে আরও গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছে দফতের কর্মীরা। সূত্র: আনন্দবাজার অনলাইন