এবার পূজায় শিশুশিল্পী স্নেহার চার গান

আপডেট: October 4, 2021 |
print news

এবারের পূজায় শিশুশিল্পী স্নেহা দাস অর্পিতার গাওয়া চারটি গান মুক্তি পাবে উৎস প্রোডাকশন্স-এর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নারায়ণগঞ্জ শহরের বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্নেহার সংগীতের হাতেখড়ি মা শিপ্রা দাসের হাতে মাত্র চার বছর বয়সে। এরপর একে একে তালিম নিয়েছে সংগীত শিক্ষক অভিজিত দেব, নিরঞ্জন চক্রবর্তী নিকট থেকে।

বাবা অজিত দাস একজন সরকারি কর্মকর্তা হলেও অত্যন্ত সংস্কৃতিমনা মানুষ। বাবার উৎসাহে সংগীত চর্চায় নিজেকে বেগবান করেছে শিশু সংগীতশিল্পী স্নেহা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর