স্থানীয় সরকারের ২৮ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

আপডেট: October 7, 2021 |

দেশের ১২টি উপজেলা পরিষদ, চারটি সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলর ও পাঁচ পৌরসভার এক মেয়র ও চার কাউন্সিলর এবং ছয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

গত ২ সেপ্টেম্বর এসব নির্বাচনের আলাদা আলাদা তপসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটগ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী মাঠে রয়েছেন। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এদিকে পাঁচ পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। বাকি চার পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করছে ইসি।

আর চার সিটির পাঁচ সাধারণ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এ ছাড়া ছয় ইউপির বিভিন্ন ওয়ার্ডে সমভোটপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও ভোট হচ্ছে। তবে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর