‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনলাইন নিউজ পোর্টালের বিকাশ হয়েছে’

আপডেট: October 7, 2021 |

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালের বিকাশ হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি সমাচার ২৪ ডটকম’ এর তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর প্রতিটি দেশেই গর্ব করার মতো অনেক স্থান, স্থাপনা আছে। বিদেশের মাটিতে কেউ যখন প্রশ্ন করেন, তোমাদের গর্ব করার মতো কী আছে? মাথা উঁচু করে বলি, বাঙালি জাতির গর্ব করার মতো আছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যেকোনো সাধারণ মানুষকে এখন জিজ্ঞাসা করা হলে সে বলবে, শেখ হাসিনা তাদের গর্ব।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে তরুণরাই শক্তি। আজকের তরুণদের হাত ধরেই অনলাইন প্ল‌্যাটফর্ম স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে জাতিকে সঠিক তথ্য সেবা দিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ভয়াবহ করোনার সময়ে মিডিয়া কর্মীরা যেভাবে দায়িত্ব পালন করেছেন, জাতি তাদের প্রতি কৃতজ্ঞ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গণমাধ্যমের কল্যাণে সবকিছুই করবেন। না চাইতেই তিনি সাংবাদিক কল্যাণে সাড়ে ১৩ কোটি টাকা দিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, ‘জেনে, শুনে, বুঝে এ পেশায় আসবেন। অনলাইন গণমাধ্যমের জবাবদিহিতার জায়গা সম্পর্কে সচেতন থাকতে হবে। গণমাধ্যমের মূলধন হচ্ছে বিশ্বাস ও আস্থা। গণমাধ্যম তা অর্জন করতে পারছে কি না, তা ভাবার বিষয়। আপনি যদি সফল হোন, তাহলে আপনার ছেঁড়া গেঞ্জিটাও ইতিহাস, আর সফল না হলে আপনার স্যুট- কোটও উপহাস।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি সমাচার২৪ ডটকমের সম্পাদক মো. মহসিন হোসেন। উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ‌্যাসোসিয়েনের সভাপতি মিজান মালিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য খায়রুল আলম সাগর, ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর