তাইওয়ান সামরিক লড়াই চায় না

আপডেট: October 8, 2021 |

চীনের সঙ্গে সামরিক লড়াই চান না বলে জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। গেল ক’দিন ধরে এই দুই দেশের মধ্যে চলা সামরিক উত্তেজনার জেরে এ কথা বললেন ওয়েন।

সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী শুক্রবার ওয়েন বলেন, চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা বিশ্বজুড়ে শঙ্কা ছড়িয়েছে।

এসময় চীনের প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদিও তাইওয়ান সামরিক সংঘর্ষ চায় না, তবে স্বাধীনতা রক্ষার জন্য যা করতে হবে তাই করবে তাইওয়ান।”

দ্বীপদেশ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানায় চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান পাঠানোর ঘটনার পর থেকে এই দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এ ঘটনায় এর আগে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, পরিস্থিতি দিন দিন এমন হচ্ছে, যাতে দুই দেশের মধ্যে দুর্ঘটনাবশত হামলার ঝুঁকিও রয়েছে।

তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে চীন। অন্যদিকে তাইওয়ানের দাবি, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।

গত শুক্রবার থেকে চারদিনে তাইওয়ানের প্রতিরক্ষা সীমায় অন্তত ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন।

সূত্র: রয়টার্স

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর