তাইওয়ানকে ফের একত্রীকরণের ঘোষণা চীনের
তাইওয়ানকে আবারো একত্রীকরণ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এটি করা হবে শান্তিপূর্ণভাবে। চীনের বিপ্লবের ১১০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের গ্রেট হলে দেয়া এক বক্তব্যে একথা বলেন চীনা প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, আমরা শান্তিপূর্ণ পুনর্মিলন চাই। এর জন্য দরকার একটি দেশ- দু’টি ব্যবস্থা নীতির। যেমন চলছে হংকংয়ে।
এদিকে, তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, তাইওয়ানের ভবিষ্যত তার জনগণের হাতে। এটা স্পষ্ট যে, তাইওয়ানের জনগণ এক দেশ-দুই ব্যবস্থা প্রত্যাখ্যান করবে। পাশাপাশি বেইজিংকে তাইওয়ানের আকাশসীমানায় যুদ্ধবিমান অনুপ্রবেশ, হয়রানি এবং ধ্বংসের উত্তেজক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
গত সপ্তাহে তাইওয়ানের আকাশসীমানায় ১৫০টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র মনে করে। যদিও চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে।