একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল। আমি মনে করি কুমিল্লার ঘটনাটি ঘৃণ্যতম কাজ। যেটা সংঘটিত হয়েছে, সেটি সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এমন ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার জেরে যাতে আর কোনো ঘটনা না ঘটে সেজন্য সরকার সতর্ক থাকবে। আমরা সতর্ক রয়েছি। আমরা এখন সর্বোচ্চ সতর্ক থাকব, যাতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
ওবায়দুল কাদের বলেন, গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, যে কোনো সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের আরও সচেতন হতে হবে।