ভারতে মন্ত্রীর সম্মেলনে ঘরের ছাদ ভেঙে পড়েছে

আপডেট: October 15, 2021 |

সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। উত্তর দিচ্ছিলেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। আর ঠিক সেই সময়ই অঘটন ঘটে! সেখানে ভেঙে পড়ে ঘরের ছাদ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। সেখানে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তার পরই সাংবাদিক বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

সেই সময় হুড়মুড় করে ছাদের কিছু অংশ ভেঙে পড়ে নকভির পাশে দাঁড়ানো কিছু লোকের গায়ে। ওই ঘটনায় হতচকিত হয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। তবে কেউই আহত হননি।

ওই ঘটনার পর নকভিকে কটাক্ষ করে জাতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি টুইটারে লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির মাথায় উন্নয়নের আকাশ ভেঙে পড়েছে। সাংবাদিক বৈঠকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুনগান গাইছিলেন তিনি। আর সেই কারণেই এই ঘটনা ঘটল।

আজাদির অমৃত মহোৎসব প্রকল্পের আওতায় রামপুরে ভারতের ৭০০ শিল্পীদের নিয়ে ‘হুনার হাত’ নামক একটি অনুষ্ঠান পালিত হবে আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্র: আনন্দবাজার।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর