৩১শে অক্টোবর জাপানের সাধারণ নির্বাচন

আপডেট: October 15, 2021 |

পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগামী ৩১শে অক্টোবর সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে মোট আসনসংখ্যা ৪৬৫। কোনও দল বা জোটকে সরকার গঠন করতে হলে অর্ধেকের বেশি আসনে জয় পেতে হয়। গত ৪ই অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। দায়িত্ব নেয়ার মাত্র ১১ দিনের মাথায় পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন তিনি।

বেশ কিছু জরিপে দেখা গেছে, ফুমিও কিশিদার প্রতি জনসমর্থন রয়েছে। আর দেশটির বর্তমান বিরোধীদের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে কিশিদার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি এবং তাদের জোটসঙ্গী কোমিতো পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

দেশটির জনগণ মহামারির অবসান এবং অর্থনীতি পুনরুদ্ধারে সিদ্ধান্তমূলক পদক্ষেপের পরিকল্পনা নিয়ে কাজ করবে এমন সরকার দেখতে চান। জরিপে দেখা যায়, প্রায় ৪৮ শতাংশ মানুষ বলেছেন, তারা চান করোনাভাইরাস মহামারি নিয়েই কিশিদা প্রশাসন সবচেয়ে বেশি কাজ করুক। এরপরই অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থানের দিকে সরকারকে নজর দেয়ার পরামর্শ দেন তারা।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, করোনা মোকাবেলায় যা করা দরকার সবকিছু করা হবে। আগামী ডিসেম্বর থেকে বুস্টার ডোজ দেয়ার পারিকল্পার কথাও জানান তিনি। নির্বাচনকে সামনে রেখে জাপানের অনেক জেলাতেই প্রচারণা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে ১৯শে অক্টোবর।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর