সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার সময় ৪ জেলে আটক

আপডেট: October 19, 2021 |
print news

রোববার বিকাল ৩ টায় গভীর সুন্দর বনের অভ্যয়ারণ্যে মাছ ধরার সময় বন বিভাগের অভিযানে ৪ জেলেসহ মাছ ও ডিঙ্গি নৌকা আটক হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ষ্টেশন অফিসার ফরেষ্টার সুলতান আহম্মেদ জানান সুন্দরবন বিভাগের পেট্রোল টিম রোবার গভীর সুন্দর বন ইলশিমারী খালে অভিযান পরিচালনায় সময় অবৈধ ভাবে মছধরা রত ৪ জেলেকে মাছ ও ব্যবহৃত নৌকাসহ আটক করে।

আটককৃত জেলেরা হল শ্যামনগর থানার কালিঞ্চি গ্রামের কেরামত গাজীর ছেলে আলাউদ্দীন গাজী (২৫) বাবু সরদারের ছেলে মজিদ সরদার (৩২) গহর সরদারের ছেলে রফিকুল সরদার (৪৪) ও আব্দুল কাদের গাইনের ছেলে হযরত আলী গাইন (৫২)। আটককৃতদের বন আইনে জরিমানা করে মুক্তি দিয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর