জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

আজ ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস। দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে চতুর্থবারের মতো দিবসটি পালন করা হবে। নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ।’

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

এদিকে রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন রয়েছে। যেখানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীসহ দেশের বিভিন্ন মহাসড়কে গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে পুলিশ।

দিবসটি উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে শোভাযাত্রা এবং আলোচনা সভা করবে মহাসড়ক পুলিশ।

দুর্ঘটনা কমাতে সড়ক ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা।

বৈশাখী নিউজ/ বিসি