গোয়া সফরে যাচ্ছেন মমতা

আপডেট: October 25, 2021 |

আগামী ২৮শে অক্টোবর ভারতের গোয়া রাজ্য সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার এক টুইট বার্তায় মমতা জানান, আগামী ২৮ অক্টোবর প্রথম বার গোয়া সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহŸান জানাচ্ছি।

গত ১০ বছরে গোয়ার সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। এছাড়া আরেক টুইটে মমতা বলেন, যৌথভাবে একটি নতুন সরকার গড়ে আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। গোয়ার জনগণের সেই সরকার আমজনতার প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকবে।

এদিকে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এরপর কংগ্রেসসহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। এরইমধ্যে গোয়ায় নিজেদের কার্যালয় খুলেছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি নিযুক্ত করা হয়েছে ফেলেইরোকে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর