আফগান ছাড়তে মরিয়া ২০০ আমেরিকান

আপডেট: October 25, 2021 |

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল পশ্চিমা দেশগুলো। নিজেদের নাগরিক ছাড়াও তাদের সাহায্যকারী আফগানদেরও উদ্ধার করা হয়েছিল। তবে এতকিছুর পরও সেখানে অনেক পশ্চিমা দেশের অনেক নাগরিক এখনো আফগানিস্তানে আটকে রয়েছেন। তারা আফগান ছাড়তে মরিয়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে এখনও আটকা পড়ে আছেন ৩৬৩ মার্কিন নাগরিক। এদের মধ্যে ১৭৬ জন দ্রুত দেশটি ছাড়তে উদগ্রীব। খবর সিএনএনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংসদ সদস্যদের জানায়, এখন পর্যন্ত যেসব মার্কিন নাগরিক আফগানিস্তানে রয়ে গেছেন, তারা দ্রুত দেশটি ত্যাগ করতে চাচ্ছেন।

তারা গত দুই মাস ধরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের উদ্ধারের জন্য তালেবানের সঙ্গে আলোচনা করছে।

তালেবানের বেঁধে দেওয়া সময়ের আগেই আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন বাহিনী। ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রসহ সব পশ্চিমা দেশকে আফগান ছাড়ার নির্দেশ দিয়েছিল তালেবান।

এ বছরের ৩০ আগস্ট মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগ করেছে। ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর অল্প সময়ের মধ্যে সব মিলিয়ে কাবুল থেকে ১ লাখ ২৩ হাজার সাধারণ মানুষকে বিভিন্ন দেশ নিয়ে গেছে।

মার্কিন অভিযানে ২০০১ সালে ক্ষমতাচ্যুত ইসলামি কট্টরপন্থি গোষ্ঠী তালেবান আবারও ক্ষমতায় ফিরেছে গত ১৫ আগস্ট।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর