বড় ধসের মধ্যে দিয়ে শেয়ারবাজারে লেনদেনের সমাপ্তি

আপডেট: October 25, 2021 |

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় ধসের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন ১২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮৫ পয়েন্টে।  এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৫৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬৪৪ ও ১৪৬৫ পয়েন্টে।

এদিকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪০০ পয়েন্ট। সূচকটি ২০ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর