মমেকের করোনা ইউনিটে ৮ মৃত্যু
আপডেট: October 28, 2021
|

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের দুলাল মিয়া (৫৫) ও জামালপুর মেলান্দহের জুলেখা বেগম (৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।