আগামী বছরে কোভিড নিয়ন্ত্রণে লাগবে ২ হাজার ৩৪০ কোটি ডলার :হু

আপডেট: October 29, 2021 |

কোভিড নিয়ন্ত্রণে আগামী বছরে লাগবে ২ হাজার ৩৪০ কোটি ডলার লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস বলেন, এই অর্থ প্রয়োজন টিকা নিশ্চিতকরণ, কোভিড পরীক্ষা ও চিকিৎসার জন্য, যাতে আগামীতে ৫০ লাখ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়। রয়টার্স

টেড্রস আরো বলেন, আমরা একটি চূড়ান্ত মূহুর্তের মধ্যে রয়েছি, এ সময় বিশ্বকে নিরাপদ করার জন্য সিদ্ধান্তমূলক নেতৃত্বের প্রয়োজন।

তিনি আরো বলেন, জি-২০ সংগঠনের নেতাদের টিকা বৈষম্যের কথা স্বরণ করে দিয়েছেন। আর বিশ্বকে এই মহামারি থেকে উদ্ধার করতে ধনী দেশগুলোসহ অন্য দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

আগামী শনিবার ও রোববার ইতালির রোমে অনুষ্ঠিত হবে জি-২০-র শীর্ষ সম্মেলন। এই উপলক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ন্ত্রণে আগামী এক বছরের কর্ম পরিকল্পনার কথা জানালো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর