যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন সাকিব

সময়: 1:33 pm - November 2, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

হ্যামস্ট্রিং ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ বাকি থাকলেও দলের সঙ্গে আর থাকছেন না তিনি। মঙ্গলবার দুবাই থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন। ফিরবেন ঘরের মাঠে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজের আগে।

সোমবার টিম হোটেলে থাকলেও জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। মঙ্গলবার তার দুবাই ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, ‘সাকিব এখনও দলের সঙ্গে আছে। মঙ্গলবার ভ্রমণের জন্য রওনা করবেন বলে আশা করছি।’

সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। সেদিন চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোটটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল। তাতে তিনি কিছুক্ষণের জন্য মাঠ ছেড়ে গিয়েছিলেন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। এই চোটের কারণে ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনিংয়েও নামেন। যদিও প্রথমবার ওপেনিংয়ে নেমে ৯ রানেই ফিরতে হয়েছে তাকে।

এই চোটে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল সাকিবকে। এর পরেও সুখবর পাওয়া যায়নি। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, পরীক্ষা-নিরীক্ষার পর প্রথম গ্রেডের আঘাত নির্ণয় করা হয়। তাতে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান সাকিব।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর