বার্লিনে দূতাবাসের বাইরে রাশিয়ার ‌‘গুপ্তচরের’ লাশ

আপডেট: November 6, 2021 |

বার্লিনে রাশিয়ার দূতাবাসের বাইরে থেকে দেশটির এক কূটনীতিকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।

ঘটনাটি শুক্রবার প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক ম্যাগাজিন স্পিজেলে। সে প্রতিবেদনে বলা হয়, দূতাবাস কমপ্লেক্স থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৩৫ বছর বয়সী রাশিয়ার এ কূটনীতিক দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি ছিলেন।

ওই ম্যাগাজিনের খবরে আরও বলা হয়, জার্মান কর্তৃপক্ষের ধারণা তিনি রাশিয়ার গুপ্তচর বিভাগ এফএসবি’র একজন এজেন্টও ছিলেন।

পুলিশ গত ১৯ অক্টোবর ফুটপাথ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ঘটনাটি মন্ত্রণালয়কে জানানো হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে স্পিজেলের খবরে এ মৃত্যুকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করা হয়। নৈতিক কারণে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর