আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট: November 7, 2021 |
print news

ঢাকার আশুলিয়ায় একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের এক শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন ধারণা করছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। তাদের বাড়ি কুড়িগ্রামে। নিহতরা হলেন- সবুর আলী (৩০), তার স্ত্রী রোজিনা আক্তার (২৬) ও মেয়ে সুমাইয়া আক্তার (৯)। সবুর অটোরিকশা চালাতেন। রোজিনা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

আশুলিয়া থানার উপপরিদর্শক আল মামুন কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিছুদিন আগে রোজিনা আক্তার এনজিও থেকে ঋণ নিয়ে স্বামী সবুর আলীকে অটোরিকশা কিনে দেন। গত বুধবার অটোরিকশাটি চুরি হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

ওই কলহের জের ধরেই গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর সবুর ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। গত দুই দিনে পরিবারটির সদস্যদের কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের টিনের ফাঁক দিয়ে উঁকি দিলে সবুর আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। এরপর রাত নয়টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর