ভক্সওয়াগেনের বিরুদ্ধে গ্রিনপিসের মামলা

আপডেট: November 10, 2021 |

পরিবেশ রক্ষায় ভক্সওয়াগেনকে ২০৩০ সালের মধ্যে অন্তর্দহন ইঞ্জিনের গাড়ি তৈরি বন্ধ করতে এবং কার্বন নিঃসরণ কমানোর দাবি জানায় গ্রিনপিস

জার্মান গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগেনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস জার্মানি। এ ছাড়া মামলা করেছেন পরিবেশকর্মী ক্লারা মেয়ার। জার্মানির একটি আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গ্রিনপিস। এর আগে পরিবেশ রক্ষায় ভক্সওয়াগেনকে ২০৩০ সালের মধ্যে অন্তর্দহন ইঞ্জিনের গাড়ি তৈরি বন্ধ করতে এবং কার্বন নিঃসরণ কমানোর দাবি জানায় গ্রিনপিস।

প্রতিষ্ঠানটিকে ৮ সপ্তাহের আল্টিমেটাম দেয় গ্রিনপিস। কিন্তু তাদের দাবি প্রত্যাখ্যান করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা ভক্সওয়াগেন।

এদিকে, জলবায়ু সুরক্ষায় এবং গাড়ি নির্মাণ খাত কার্বনমুক্ত করার প্রক্রিয়াকে সমর্থন করলেও ভক্সওয়াগেনের পক্ষে একা এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সক্ষম নয়।

গণমাধ্যমে একথা জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারের। মামলা করে সুরাহা হবে না বলেও মনে করে প্রতিষ্ঠানটি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর