স্বাস্থ্যের নথি গায়েব: ৪ কর্মচারী বরখাস্ত

আপডেট: November 16, 2021 |

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি নথি গায়েবের ঘটনায় চারজনকে শনাক্ত করেছে তদন্ত কমিটি। তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর সাংবাদিকদের এ তথ্য জানান।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, সার্বক্ষণিক কাম কম্পিউটার অপারেটর সংগ্রহ শাখা ২ এর আয়েশা সিদ্দিকা, সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সংগ্রহ শাখা ২ এর জোসেফ সরদার, অফিস সহায়ক প্রশাসন ২ এর বাদল চন্দ্র গোস্বামী এবং অফিস সহায়ক প্রশাসন ৩ এর মিন্টু মিয়া।

সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষের পাশের ঘর থেকে বিভিন্ন মেডিকেল কলেজের কেনাকাটার ১৭টি নথি খোয়া যায়। গত ২৭ অক্টোবর নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়েছিল। পরদিনই ফাইলগুলো আর পাওয়া যায়নি।

এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর