কমলালেবুর খোসায় ত্বকের যত্ন

সময়: 12:36 pm - November 21, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

মৌসুমি ফল হিসেবে কমলালেবু খুবি জনপ্রিয় । শীতের দিনে প্রায় সকলেই ভালোবাসেন এই ফলের স্বাদ। কমলালেবু শুধু সুস্বাদু ফলই নয়, এতে রয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতাও। এই ফলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ‘সি’ যা শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর খোসাও ফেলনা নয়। ত্বকের যত্নে ব্যবহার করা যায় অনায়াসেই।

মুখশ্রীতে রোদের পোড়া দাগ কমাতে খুব দ্রুত কাজ করে কমলালেবুর খোসা । খোসাকে কুচিকুচি করে কেটে তার সঙ্গে লেবুর রস , চন্দন গুঁড়ো ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে সেই প্যাক মুখে আধ ঘণ্টা মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। তাতেই কমবে রোদে পোড়া দাগ।

মুখে ব্রনের সমস্যা কমাতে ভালো কাজে দেয় কমলালেবুর খোসা। অনেক সংক্রমণ রুখে দেবার মত অনেক উপাদান আছে এই খোসাতে। কমলালেবুর খোসা সিদ্ধ করে সেই পানিতে মুখ ধুলে এতে ব্রণর প্রবণতা কমবে।

ত্বক মসৃণ ও কোমল রাখতে কমলালেবুর খোসা থেঁতো করে তার সঙ্গে টক দই মিশিয়ে সপ্তাহে দু’দিন প্যাক হিসাবে ব্যবহার করলে তা খুব কাজে আসে।

মৃত কোষকে সরিয়ে ত্বককে উজ্জ্বল করে তুলতেও কাজে আসে কমলালেবুর খোসা ।

সুত্রঃ আনন্দবাজার অনলাইন

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর