মাহমুদ আব্বাসের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠক

সময়: 7:54 pm - November 23, 2021 | | পঠিত হয়েছে: 1 বার

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আজ মঙ্গলবার আলোচনায় বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রিমলিন এক বিবৃতিতে জানিয়েছে, রুশ অবকাশ কেন্দ্র সোচিতে মঙ্গলবার এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। খবর আনাদোলুর।

এতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ছাড়াও পুতিন ও মাহমুদ আব্বাস ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে রাশিয়ার সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, ১৯১৭ সালে ব্রিটিশদের কাছে আটোমান সাম্রাজ্য পতনের পর কুখ্যাত বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ভূখণ্ড ইহুদিদের আবাসভূমি হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

এর পর থেকে পশ্চিমাদের চক্রান্তে ভূমি হারাতে থাকে ফিলিস্তিন। এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। ইসরাইলি বর্বরতা কোনোভাবেই থামানো যাচ্ছে না।

 

Share Now

এই বিভাগের আরও খবর