২৭০ রানে জিতে সুপার সিক্সে বাংলাদেশ

আপডেট: November 23, 2021 |

শারমীন আখতারের ১৩০ রানে ভর করে বাংলাদেশ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ৩২২ রানের বিশাল সংগ্রহ করে। তারপর ৩০.৩ ওভারে ৫২ রানে গুটিয়ে দিয়েছেন বোলাররা।

হারারে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে ২৭০ রানে জিতে বাছাইয়েসুপারর  সিক্স নিশ্চিত করল বাংলাদেশ। আগামী ২৫ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে তারা, আর শেষ ম্যাচটি ২৯ নভেম্বর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।

৩২৩ রানের বিশাল লক্ষ্যে নেমে যুক্তরাষ্ট্র ২৫ রানেই হারায় ৬ উইকেট। রুমানা আহমেদ ও সালমা খাতুন দুটি করে উইকেট নিয়ে টপ অর্ডারে ধস নামান।

টারা নরিস ও মোকশা চৌধুরী উইকেট যাওয়ার আসার মিছিলে বিরতি দেন। ২৭ রানের এই জুটি ভেঙে আবারো ধাক্কা দেয় বাংলাদেশ, ইনিংস সেরা ১৬ রানে টারা আউট হন জাহানারা আলমের বলে। পরের ওভারে মোকশাকে (৮) বোল্ড করেন ফাহিমা খাতুন।

ফাহিমা তার পরের ওভারে আকশাথা রাওকে নিজের দ্বিতীয় শিকার বানান। উজমা ইফতিখার অ্যাবসেন্ট হার্ট হওয়ায় ১০ ব্যাটসম্যানকে নিয়েই শেষ করেছে যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর