মাঝ আকাশে বিমানের মধ্যেই যাত্রীর আত্মহত্যা

আপডেট: November 26, 2021 |
print news

মিশর থেকে রাশিয়াগামী একটি ফ্লাইটে মাঝ আকাশেই বিমানের মধ্যেই আত্মহত্যা করেছেন এক যাত্রী। বিমানের টয়লেটে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানা যায়, মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস-৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী।

ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই তিনি টয়লেটে যান। এরপর এক ফ্লাইট পরিচালক তাকে প্লেনের বাথরুমে অচেতন অবস্থায় দেখতে পান।

এরপর বিমানটি মিশরের কায়রোতে জরুরি অবতরণ করে। কিন্তু ওই যাত্রীকে বাঁচানো যায়নি। ওই একই বিমানে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয়।

বাজা টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে, তার নাম আলেক্সান্ডার, বয়স ৪৮ বছর। ওই যাত্রী সম্ভবত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর