৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত ভারতের

আপডেট: December 10, 2021 |
print news

এ বছর আর স্বাভাবিক হচ্ছে না ভারতের আন্তর্জাতিক ফ্লাইট। আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে এই বিমান চলাচল।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়, পণ্যবাহী বিমান চলাচলে কোনো বাধা নেই। আটকাবে না ‘এয়ার বাবলে’ চলা বিমানগুলোও।

বর্তমানে ৩১ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ রয়েছে ভারত। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান, ফ্রান্স ও বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশ।

বেশ কিছু শর্তে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা ছিল। তবে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটির সরকার। সূত্র: হিন্দুস্তান টাইমস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর