নেদারল্যান্ডসে করোনার কারণে কঠোর লকডাউন ঘোষণা

আপডেট: December 19, 2021 |

নেদারল্যান্ডসে বড়দিনের আগেই করোনা সংক্রমণ বাড়ার কারণে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। উৎসবের মৌসুমে করোনা ছড়ানোর আতঙ্কে রোধে এ লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় সময় রবিবার থেকেই যা কার্যকর হবে।

লকডাউনে অপ্রয়োজনীয় দোকান, বার, জিম সেন্টার, সেলুন এবং অন্যান্য জনসমাগমের স্থানগুলো আগামী জানুয়ারীর মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে। একজন বাসায় অতিথি হিসেবে দুজন উপস্থিত হতে পারবেন। তবে বড়দিনের উৎসব উপলক্ষ্যে এ সংখ্যা হবে চারজন।

নেদাল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে বলছেন, ‘ওমিক্রন ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে এ ছাড়া অন্য কোন উপায় ছিলো না। ’শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধামন্ত্রী মার্ক রুতে বলেন,‘ আজ এক বিষন্ন হৃদয়ে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি। একই অনুভূতি আপনাদের।’

নেদারল্যান্ডসে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে অন্যান্য বিধিনিষেধ কার্যকর থাকবে ১৪ জানুয়ারি পর্যন্ত। সংক্রমণ ঠেকাতে সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের তথ্য অনুায়ী, দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২৯ লাখের বেশি মানুষ আক্রান্ত  হয়েছে। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ।

সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর