চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ

আপডেট: December 29, 2021 |
print news

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অংশে বাড়বকুন্ড এসকেএম জুট মিল সংলগ্ন রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশিথা ট্রেনের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সংঘর্ষে রেলের সদ্য আমদানিকৃত নতুন লোকোমোটিভ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী ট্রেনের সাথে বারবকুণ্ড রেল ক্রসিংয়ে একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রামের সাথে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ে রেললাইন সচল করতে কাজ করছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর