সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের পদত্যাগ

আপডেট: January 3, 2022 |
print news

সুদানে সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক পদত্যাগ করেছেন।

রোববার রাতে (২ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি…।

আবদাল্লা হামদকের এমন ঘোষণা সুদানের রাজনৈতিক ভবিষ্যতকে আরো গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিলো।

এর আগে, আন্তর্জাতিক চাপের মধ্যে নভেম্বরে আবদুল্লাহ হামদককে ফিরিয়ে এনে সুদানের অন্তর্বর্তীকালীন সরকার পুনর্বহাল করেছিল দেশটির সেনাবাহিনী। যদিও সম্পূর্ণ বেসামরিক সরকারের দাবীতে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা তা মেনে নেয়নি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর