ইসলামাবাদে সংঘর্ষে পাকিস্তানি পুলিশ কর্মকর্তা ও ২ জঙ্গি নিহত

আপডেট: January 18, 2022 |

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি

মটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী সোমবার (১৭ জানুয়ারি) রাতে ইসলামাবাদে একটি পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো দুইজন আহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, এ সময় পালটা হামলায় উভয় হামলাকারী প্রাণ হারান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর নিরাপত্তা বেষ্টিত রাজধানীতে নিরাপত্তা লঙ্ঘনের এমন বিরল ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানীতে অনেক দেশের দূতাবাস ভবন রয়েছে।

এখন পর্যন্ত কোনও গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। তবে গত বছর আফগানিস্তানে তালেবান গ্রুপ ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তানে ফের মাথা চাড়া দিয়ে ওঠা তালেবানের বিরুদ্ধে লড়াই করছে ইসলামাবাদ।

ইসলামাবাদের এক সিনিয়র পুলিশকর্মকর্তা এএফপি’কে বলেন, এটি ‘একটি সন্ত্রাসী কর্মকাতা’ছিল। সূত্র: বাসস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর