‘কল অব ডিউটি’র মালিক হয়েছে মাইক্রোসফট

আপডেট: January 19, 2022 |

‘কল অব ডিউটি’ ভিডিও গেম নির্মাতা ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ সংস্থাটি কিনে নিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, ৬৮.৭ বিলিয়ন মার্কিন ডলার খরচে এই গেম সংস্থাটির অধিগ্রহণ করছে তারা। এটাই গেম সেক্টরের সর্বকালের বৃহত্তম চুক্তি।

মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা এই বিষয়ে বলেছেন, ‘‘বর্তমানে সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে বিনোদনের সবচেয়ে গতিশীল এবং উত্তেজনাপূর্ণ বিভাগ হলো গেমিং। মেটাভার্স প্ল্যাটফর্মের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গেমিং।’’

তিনি আরও বলেন, ‘‘কোভিড-১৯ মহামারি চলাকালীন ভিডিও গেমের চাহিদা অনেকটাই বেড়েছে। কারণ, ঘরে আটকে থাকা মানুষ নিজেদের বিনোদনের জন্য আরও বেশি বেশি করে গেম খেলছে।’’

গত বেশ কয়েক বছর ধরে মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মের সঙ্গে সোনির প্লেস্টেশন গেমিং প্ল্যাটফর্মের টক্কর চলে আসছিলো। এতদিন বেশ কিছু এক্সক্লুসিভ গেমের দৌলতে অনেকটাই এগিয়ে ছিল প্লেস্টেশন। কিন্তু এবার অ্যাক্টিভিশন ব্লিজার্ডের কল অব ডিউটি এবং ওভারওয়াচের মতো গেম মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মকে এগিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে মাইক্রোসফটের অধিগ্রহণের পরও অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন বর্তমান সিইও ববি কোটিক।

সূত্র: ইনসাইডার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর