শ্রীলংকার বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

সময়: 12:49 pm - January 24, 2022 | | পঠিত হয়েছে: 2 বার

তীরে এসে ডুবল তরী। বার্মিংহামের টিকিট কাটা হলো না বাংলাদেশের মেয়েদের। কমনওয়েলথ গেমস বাছাইপর্বে টিম টাইগ্রেসকে ২২ রানে হারিয়ে শ্রীলংকান মেয়েদের মাথায় উঠেছে শ্রেষ্ঠত্বের মুকুট। জুলাইয়ে মূলপর্ব খেলতে তারা যাবে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ৫ উইকেট হাতে রাখলেও ১১৪ রানের বেশি করতে পারেনি। ধীরগতির ব্যাটিং আক্ষেপে পোড়ায় সবাইকে। কাছে গিয়ে ভাঙে বড় মঞ্চে খেলার স্বপ্ন।

টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ৩৬ বলে ৩৬, ফারজানা হক পিংকি ৩৯ বলে ৩৩ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২১ বলে ২০ রান করেন।

শ্রীলংকা টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক চামিরা আত্তাপাতুর ২৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের লড়াকু পুঁজি পায়।

নাহিদা আক্তার দুটি, সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ নেন একটি করে উইকেট।

কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট ইভেন্টের সাত দল র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে আগেই চূড়ান্ত হয় যায়। একটি দলের জন্য পাঁচ দলের বাছাইপর্ব শুরু হয় মালয়েশিয়ায়। অপর তিন দলকে হারিয়ে বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি হয় শেষ ম্যাচে। অঘোষিত ফাইনালে পেরে ওঠেনি বাংলাদেশ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর