ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬, আহত বহু

আপডেট: January 25, 2022 |
print news

ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ফুটবল অনুরাগীরা রাজধানী ইয়াউন্ডের কাছাকাছি ওই স্টেডিয়ামে প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু করেন।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাতে এপি নিউজ জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন শিশু পদদলিত হয়ে জ্ঞান হারিয়েছে।

নেশন্স কাপের ম্যাচ আয়োজন করা ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। তবে করোনার কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর