চুলের যত্নে পেয়ারা পাতা!

আপডেট: January 25, 2022 |

লম্বা, কালো, ঘন চুলের আশা সবাই করেন। তবে খুব কম মানুষই এই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। তাই সকলেরই চুল ভালো রাখার টিপস সম্পর্কে জানা উচিত। এক্ষেত্রে চুলের যত্নে মাখতে পারেন পেয়ারা পাতা।

চলুন কীভাবে ব্যবহার করবেন এই পাতা জেনে আসা যাক..

> পেয়ারা পাতায় এমন কিছু উপকারী উপাদান থাকে যা চুলের জন্য ভীষণ উপকারী। বেশকিছু অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজে ভরপুর এই পাতা। এক্ষেত্রে সবথেকে ভালো হয়, এই পাতার সঙ্গে কয়েকটি পদার্থ মিশিয়ে নিতে পারলে। তবেই চুল থাকবে ভালো।

> এই পাতার সঙ্গে পেঁয়াজ মিশিয়ে পেস্ট করে তার রস বের করুন। এরপর নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। আধঘণ্টা পর মাথা ধুয়ে নিন।

> ২০টি পেয়ারা পাতা ধুয়ে পেস্ট করুন। এরপর সেই পেস্ট মাথায় মাখুন। ৩০ মিনিট বাদে শ্যাম্পু করে নিন। আশা করছি ভালো থাকবেন।

> অনেকগুলো পেয়ারা পাতা ভালো করে পানিতে ফুটিয়ে নিন। এরপর সেই পানি ঠান্ডা করে রেখে দিন। এবার মাথায় শ্যাম্পু করার পর এই পানি মাথায় স্প্রে করুন। তারপর ম্যাসাজ করুন। উপকার মিলবে।

সূত্র: এই সময়

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর