ওমিক্রন নিয়ে হেলাফেলার সুযোগ নেই

আপডেট: January 26, 2022 |
print news

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংক্রামক রোগবিষয়ক শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান, ধরনটি ডেলটার চেয়ে কম মারাত্মক হলেও আগের ধরনগুলোর মতোই এটি কারও কারও জন্য গুরুতর হয়ে উঠতে পারে। ডেলটার তুলনায় কম মারাত্মক হলেও ওমিক্রনে আক্রান্ত মানুষকে কেন এখনো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেসব মানুষ ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে উপসর্গবিহীন রোগী যেমন রয়েছেন, তেমনি কাউকে কাউকে গুরুতর জটিলতার মধ্যেও পড়তে দেখা যাচ্ছে। কারও কারও মৃত্যুও হচ্ছে।

এ বিশেষজ্ঞ জানান, আগে থেকে জটিল রোগে ভোগা, বয়স্ক ও টিকা না নেয়া মানুষ ওমিক্রনে আক্রান্ত হলে তাদের শারীরিক অবস্থা গুরুতর রূপ ধারণ করতে পারে।

ক্রমান্বয়ে সবাই ওমিক্রনে আক্রান্ত হবে কি না এমন প্রশ্নে তিনি আরও জানান, বিস্তারের দিক থেকে ডেলটার জায়গা দখল করে নিচ্ছে ওমিক্রন। এটি খুব দ্রুত মানুষের মধ্যে ছড়াচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর