ভারতের রাজধানী দিল্লিতে বিধিনিষেধ শিথিল

আপডেট: January 28, 2022 |
print news

করোনাভাইরাস সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী হওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে।

তবে রাতে কারফিউ বলবৎ থাকার পাশাপাশি স্কুলও বন্ধ থাকবে বলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল জানিয়েছেন।

রেস্তোরাঁ, বাজার, বার ও প্রেক্ষাগৃহগুলোও খুলবে, তবে এক্ষেত্রে ধারণক্ষমতার অর্ধেক লোক বসানো যাবে। বিয়ের অনুষ্ঠানে অতিথিসংখ্যা ২০০ জনের বেশি হতে পারবে না।

অনিল বাইজল বলেন, শনাক্তের হার কমে আসায় পর্যায়ক্রমে বিধিনিষেধ শিথিল করার যে সিদ্ধান্ত হয়েছিল তার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে সরকার।

সরকারি হিসাবে ১৩ জানুয়ারি দিল্লিতে কোভিড রোগী শনাক্ত হয়েছিল ২৮ হাজার ৮৬৭ জন। বৃহস্পতিবার তা চার হাজার ২৯১ জনে নেমে এসেছে। শহরের হাসপাতালগুলোর ৮৫ শতাংশের বেশি শয্যা এখন খালি।

গত সপ্তাহে কিছু নিষেধাজ্ঞা শিথিল করে দিল্লি কর্তৃপক্ষ। বেসরকারি অফিসগুলোকে আংশিক কর্মী নিয়ে অফিস চালানোর অনুমতি দেওয়া হয়। যতটা সম্ভব কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেয়া হয়।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে ভারতের শহরগুলোর মধ্যে দিল্লিই বেশি খারাপা অবস্থায় পড়েছে।

পরিস্থিতি মোকাবেলায় গত ৪ জানুয়ারি সেখানে কারফিউ জারি এবং স্কুল, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কোভিড সংক্রমণ এখনও ১০ শতাংশের বেশি থাকায় রাজ্যগুলোকে সতর্ক করে বৃহস্পতিবার চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।

চিঠিতে ৩৪টি রাজ্য ও অঞ্চলের ৪০৭টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশেরও বেশি থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার হিসাবে শুক্রবার ২ লাখ ৫১ হাজার ২০৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ কম। এই সময়ে মৃত্যু হয়েছে ৬২৭ জনের।

দেশটিতে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২১ লাখ, যা মোট আক্রান্তের ৫ দশমিক ১৮ শতাংশ।

দেশটিতে মহামারীর শুরুর এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন চার কোটি ৬ লাখ মানুষ। মারা গেছেন চার লাখ ৯২ হাজার ৩২৭ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর