ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু

আপডেট: January 31, 2022 |
print news

ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে সাতজন শিশুসহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে দেশটিতে। দেশটির জন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা রবিবার (৩০ জানুয়ারি) জানিয়েছেন এ তথ্য।

সাও পাওলো রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কবলে পড়ে দুর্ঘটনাজনিত কারণে আহত হয়েছেন আরও নয়জন। এখন পর্যন্ত রাজ্যটিতে নিখোঁজ রয়েছেন আরও চারজন। রাজ্যের পাঁচশ মানুষ অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

সাও পাওলো রাজ্য গভর্নর জোয়াও দোরিয়া রবিবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান। ক্ষতিগ্রস্তদের প্রায় তিন কোটি মার্কিন ডলার সহায়তার আশ্বাস দিয়েছেন।

ফেডারেল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বৃহত্তর সাও পাওলোর আশেপাশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পৌরসভাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্টেস এবং ফ্রাঙ্কো দা রোচা। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে ভারজেয়া পাওলিস্তা, ক্যাম্পো লিম্পো পাওলিস্তা, জাউ, ক্যাপিভারি, মন্টেমোর এবং রাফার্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিসেম্বর থেকে ভারি বর্ষণের কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চল বন্যার কবলে পড়েছে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে মধ্য-পশ্চিমাঞ্চলের ফসল নষ্ট হচ্ছে। এমনকি মিনাস জেরাইস রাজ্যে খনির কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর