পাকিস্তানে খ্রিস্টান ধর্মযাজককে হত্যা

আপডেট: January 31, 2022 |

পাকিস্তানের পেশোয়ারে চার্চ থেকে বড়ি ফেরার সময় এক ধর্মযাজক গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

মৃত যাজকের নাম উইলিয়াম সিরাজ, বয়স ৭৫ বছর। তিনি ও তার দুই সঙ্গী চার্চ থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তখনই মোটরসাইকেলে করে এসে আক্রমণকারীরা গুলি চালায়। উইলিয়াম সিরাজ ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই জনের মধ্যে একজন সামান্য আহত। অন্যজনের কিছু হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছে।

চার্চ অফ পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ধর্মযাজক আজাদ মার্শাল ঘটনার নিন্দা করে টুইট করে বলেছেন, ”আমরা ন্যায় চাই। আমরা চাই পাকিস্তানে খ্রিস্টানদের সরকার সুরক্ষা দিক।”

কোনও ব্যক্তি বা সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের লাগোয়া উত্তরপশ্চিম পাকিস্তানে সহিংসতার ঘটনা সম্প্রতি বেড়ছে। বেশির ভাগ ক্ষেত্রে ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান, তারা আফগানিস্তানের তালেবানের সঙ্গে যুক্ত। গত ডিসেম্বরে তারা এক সপ্তাহের অস্ত্রবিরতি শেষ বলে জানায়। তারপর গত কয়েক সপ্তাহে সহিংসতার ঘটনা অনেকটাই বেড়েছে।

২০১৩ সালে পেশোয়ারে চার্চের সামনে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়। তাতে প্রচুর মানুষ মারা যান।
সূত্র: ডয়েচে ভেলে

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর