মমেকের করোনা ইউনিটে আরো ৪ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এদের সবার করোনাভাইরাসের উপসর্গ ছিলো।
বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হাশেম, নেত্রকোনা সদরের আলমগীর হোসেন (৭০), শামসুন্নাহার (৪০) এবং জামালপুর সদরের আব্দুস সামাদ (৫৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫২ জন করোনা পজিটিভ রোগী। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৬০টি নমুনা পরীক্ষা করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ।