বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল

আপডেট: February 3, 2022 |
print news

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল।

সিলেটে ৫ দিনের ক্যাম্পের পর টাইগারদের সঙ্গে ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে আর টি-টোয়েন্টি ঢাকায়। আফগানদের বিপক্ষে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগের অংশ।

বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা টাইগাররা ৩-০ তে সিরিজ জিতলে ২০২৩ বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে যাবে। তাই কোনও ঝুঁকি নিতে চায় না বিসিবি।

মিরপুরের উইকেট অনেক সময় বুমেরাং হয়ে কথা বলে প্রতিপক্ষের হয়ে। তাই সতর্ক বিসিবি ওয়ানডে সিরিজটা আয়োজন করতে চায় চট্টগ্রামে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি।”

ডিআরএস রাখার জন্য বিসিবি কাজ করছে বলেও জানান তিনি। সিরিজের আগেই পেস বোলিং কোচ নিয়োগ চূড়ান্ত করতে চায় বিসিবি।

বিপিএল শেষে এক সপ্তাহেরও বিরতি মিলছে না। আফগানিস্তান সিরিজের নানা ইস্যু নিয়ে ব্যস্ত বোর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডিআরএস বাধ্যতামূলক করেছে আইসিসি।

ডিআরএস বিতর্কে গেল ডিসেম্বরে জিম্বাবুয়ে সফর বাতিল করে আফগানিস্তান। বিপিএলে এই প্রযুক্তি এখনও সংযুক্ত করতে পারেনি বিসিবি। আসন্ন সিরিজে ডিআরএস না থাকার কথা শোনা গেলেও প্রধান নির্বাহী আশাবাদি।

আফগানিস্তান সিরিজের আগেই বোলিং কোচের শূন্য পদ পূরণের আশ্বাস দিয়েছে বিসিবি। শর্টলিস্টের ভাস-টেইট, নাকি নতুন কেউ জানা যাবে কিছুদিনের মধ্যেই।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর