আজ থেকে জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু

আপডেট: February 3, 2022 |

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ৩ দিনের পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন-২০২২ আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হচ্ছে।

পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে সম্মেলনের আয়োজক সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ।

পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর হাতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ। এ বছর প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে ৩ থেকে ৫ই ফেব্রুয়ারি আট পর্বে সাজানো হয়েছে সম্মেলন।

প্রথম দিন সন্ধ্যা ছয়টা, পরদিন সকাল নয়টা ও শেষ দিন বিকেল চারটা থেকে শুরু হবে অধিবেশন।

সম্মেলনের ভিন্ন ভিন্ন অধিবেশনে কণ্ঠসংগীত, বাঁশি, মোহনবীণা ও বেহালায় যন্ত্রসংগীত এবং তবলা লহড়া পরিবেশন করবেন দেশের স্বনামধন্য শিল্পীরা। এ ছাড়া থাকবে সেমিনার, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু-কিশোর পর্ব, সদারঙ্গের বর্তমান ও সাবেক সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণা।

মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আখতার। অতিথি হিসেবে আসবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী।

এ অনুষ্ঠানে স্মারকগ্রন্থ সুরশৃঙ্গার-এর মোড়ক উন্মোচন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে যে কেউ এ সংগীত সম্মেলনে অংশ নিতে পারবেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর