দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য চুক্তি করতে প্রস্তুত ইরান

আপডেট: February 3, 2022 |
print news

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য একটি দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য চুক্তি করতে প্রস্তুত হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়াশিমাসার সঙ্গে আজ (বৃহস্পতিবার) টেলিফোন আলাপে একথা বলেছেন আমির আব্দুল্লাহিয়ান। ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীকে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে জাপান যে প্রচেষ্টা চালাচ্ছে সে ব্যাপারে টোকিওকে বিশেষভাবে ধন্যবাদ জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, ইরান এবং জাপানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার যেকোনো উদ্যোগকে তিনি স্বাগত জানান।

টেলিফোন সংলাপে জাপানের মন্ত্রী বলেন, তার দেশ ভিয়েনা আলোচনাকে সমর্থন করে যার মাধ্যমে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে। ভিয়েনা আলোচনায় অংশগ্রহণ করা সব পক্ষকে তিনি আরো আন্তরিকতার সঙ্গে আলোচনা চালানো এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য নিজ নিজ পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

ইরান এবং জাপানের মধ্যকার ঐতিহাসিক এবং খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উপযুক্ত যোগ্যতা দুই পক্ষেরই রয়েছে এবং এক্ষেত্রে যে বাধা রয়েছে তা দূর করার ব্যবস্থা নিতে হবে। টেলিফোন সংলাপে জাপানের পররাষ্ট্রমন্ত্রী টোকিও সফরের জন্য আমির আব্দুল্লাহিয়ানকে আমন্ত্রণ জানান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর